আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কিরাত সম্মেলন ‘ -এর ২২তম ইকরা আন্তর্জাতিক কিরাত সম্মেলন বাংলাদেশ-২০২৩’।
আগামীকাল শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে ও পিএইচপি ফ্যামিলির পৃষ্ঠপোষকতায় এ সম্মেলন।
এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন ইরানের শাইখ কারি আহমাদ আবুল কাসেমী, মিসরের শাইখ কারি মাহমুদ কামাল নাজ্জার, পাকিস্তানের কারি শাইখ আনোয়ারুল হাসান বুখারি এবং ফিলিপাইনের কারি নো’মান পিমবায়াবায়া।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সুফি মো. মিজানুর রহমান।
আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ। সম্মেলনে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সভাপতি, বিশ্বের সুপ্রসিদ্ধ কারিদের অন্যতম শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
১৯৬৬ সাল থেকে শুরু হওয়া বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কোরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে শুরু হয়েছিল ইমামুল কুররা মাওলানা কারি মো. ইউসুফ (রহ.) সহ তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ কারিদের হাত ধরে। কারি মো. ইউসুফ (রহ.) আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের সাবেক প্রধান কারি।
চলতি বছর সম্মেলন শুরু হবে সকাল ৮টায়। আসরের পূর্ব পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) সদস্য এদেশের শীর্ষস্থানীয় কারিগণ এবং মা’হাদুল কিরাত বাংলাদেশ এর দেশি এবং বিদেশি ছাত্রবৃন্দ। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে। ঢাকায় উদ্বোধনের পর দেশের ১৫টি স্থানে সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইকরা মিডিয়া সেল এর দায়িত্বপ্রাপ্ত নূর মোহাম্মদ জানিয়েছেন, ২০ জানুয়ারি ঢাকায় সম্মেলন উদ্বোধনের পর ধারাবাহিকভাবে দেশের ১৫টি স্থানে কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।