শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


বিভিন্ন পদে জনবল নিয়োগ দিচ্ছে বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) জনবল নিয়োগ দিচ্ছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বেফাক। বেফাকের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী সাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা জানা যায়।

পদের নাম: সহকারী পরিচালক (প্রকাশনা)
সংখ্যা: একজন
শিক্ষাগত যোগ্যতা: আরবি, বাংলা, উর্দু ও ইংরেজি ভাষার ওপর সাধারণ জ্ঞাসহ কমপক্ষে তাকমিলে উর্ত্তীণ হতে হবে।
অভিজ্ঞতা: কোন উল্লেখযোগ্য প্রকাশনায় কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে। কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
বয়স: কমপক্ষে ৩০ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম গ্রাফিক্স ডিজাইনার
সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে। গ্রাফিক্স ডিজাইনে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (স্টোর ইনচার্জ, প্রকাশনা)
সংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
সংখ্যা: ০২ জন।
শিক্ষাগত যোগ্যতা: সানাবিয়্যাহ উলইয়া পাশ হতে হবে। কম্পিউটার বিষয়ে ভালো মানের সনদ থাকতে হবে।
অভিজ্ঞতা: বাংলা ভাষায় দক্ষ হতে হবে। হাতের লেখা শুদ্ধ ও সুন্দর হতে হবে।
বয়স: কমপক্ষে ২৫ হতে হবে।

সকল পদের জন্য অন্যান্য সাধারণ যোগ্যতা: আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদায় বিশ্বাসী হতে হবে। হানাফী মাজহাবের অনুসারী হতে হবে। চাল-চলন, লেবাস-পোশাক, আখলাক ও নৈতিকতায় সুন্নাতের পাবন্দ হতে হবে। কোন রাজনৈতিক দল বা অঙ্গ সংগঠনের সদস্য হতে পারবে না।

আবেদন পদ্ধতি ও সময়: ২৬ জানুয়ারি ২০২৩ এর মধ্যে সভাপতি বরাবর আবেদন করতে হবে। আবেদনের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি, এনআইডি কার্ডের ফটোকপি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। বেফাকের ঠিকানায় সরাসরি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস ডেলিভারীর মাধ্যমে আবেদন করতে হবে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ