আওয়ার ইসলাম ডেস্ক: গণপরিবহন বন্ধ থাকার কারণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটেই ছুটছেন মুসল্লিরা। রাস্তাজুড়ে শুধু মুসল্লিদের ঢল। এসব মুসল্লিদের যাত্রাপথে বিভিন্নভাবে সেবা দিতেছে অনেকেই। কেউ প্রতিষ্ঠানের পক্ষে কেউ বা নিজ উদ্যোগে এসব মুসল্লিদের সেবা দিতেছে।
আখেরি মোনাজাতে অংশ নিতে পায়ে হেঁটে পথে যেসব মুসল্লিরা যাচ্ছেন, পথে পথে তাদের খেজুর, পানি ও শরবত খাওয়াতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা উদগ্রীব হয়ে আছেন। মুসল্লিদের যাত্রাপথে এভাবেই সবার হাতে হাতে এসব খাবার পৌঁছে দিতে দেখা গেছে।
খিলক্ষেত পার হয়ে লা মেরিডিয়ান হোটেলের সামনে হোটেলটির পক্ষ থেকে মুসল্লিদের কাছে পানি, খেজুর আর শরবত তুলে দেওয়া হচ্ছিল। এখানে দায়িত্ব পালন করা লা মেরিডিয়ান হোটেলের কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, আমরা প্রতি বছর ইজতেমার সময় এভাবে মুসল্লিদের পানি, খেজুর ও শরবত পান করাই।
এছাড়া বিমানবন্দরের আগে কাউলা এলাকায় একইভাবে খেজুর আর পানি পথিক মুসল্লিদের কাছে পৌঁছে দিচ্ছিলেন হামিদুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা।
তিনি ব্যক্তিগত উদ্যোগে প্রতিবারই এমন আয়োজন করে থাকেন। এটা তার জন্য একটা আলাদা অনুভূতির বিষয়। লাখ লাখ মুসল্লি হেঁটে হেঁটে আখেরি মোনাজাতে অংশ নিতে যাচ্ছেন, তাদের একটু পানি ও খেজুর দিয়ে সেবা করতে পারা একটা ভালোলাগার বিষয়। মূলত মুসল্লিদের সেবার মাধ্যমে সওয়াব পাওয়ার আশায় এমন উদ্যোগ নেওয়া।
-এসআর