রাহাত জামিল।। শুরু হচ্ছে ৫৬ বিশ্ব ইজতেমা। বিশ্বের মুসলমানদের এক মিলন মেলা। হযরতজী ইলিয়াছ রহ. কর্তৃক প্রণীত দাওয়াত ইলাল্লাহর এর অন্যতম পদ্ধতির নাম “দাওয়াত ও তাবলিগ”।
এ দাওয়াত ও তাবলিগের মাধ্যমে ইসলামের বাণীকে সমগ্র বিশ্বের মানুষের নিকট পৌঁছে দেওয়ার লক্ষ্যেই বাংলাদেশে আয়োজন করা হয় বিশ্ব ইজতেমা। যেখানে সারাবিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষের আগমন ঘটে। কথিত আছে বিশ্ব ইজতেমা কোথায় হবে এর জন্য সাতবার লটারি করা হয় আর প্রতিবারই বাংলাদেশের নাম উঠে!
এ বিশ্ব ইজতেমাকে মুসলিম উম্মাহর দ্বিতীয় মহাসম্মেলন হিসেবে আখ্যায়িত করা হয়। প্রতিবছর বাংলাদেশে টঙ্গীর তুরাগ নদীর পাড়ে ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমায় সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে।
এবারের ইজতেমা ১৩ তরিখ শুরু হওয়ার কথা থাকলেও দুই দিন আগেই মানুষ জমায়েত হয়েছেন ইজতেমার মাঠে। জায়গা নাই বললেই চলে। আওয়ার ইসলামের পাঠকের জন্য কে কখন বয়ান করবেন এ সময় সূচী তুলে ধরা হলো। জানতে পারবেন নামাজের সময় সূচী ও যে দোয়া পরিচালনা করবেন তার নাম।
১২-০১-২০২৩ বৃহস্পতিবার
যোহরের পর, মাওলানা রবিউল হক
আসরেরে পর, মাওলানা ফারুক
মাগরিবের পর, মাওলানা ইব্রাহিম দেওলা
বাংলা অনুবাদ, মাওলানা জোবায়ের আহমদ
আরবি অনুবাদ, মাওলানা আব্দুল মতিন
১৩-০১-২০২৩ জুমাবার
ফজরের পর, মাওলানা জিয়াউল হক রায়বেন্ড
মুআল্লিমিনদের সাথে মোজাকারা মাওলানা জিয়াউল হক
বাদ জুমা বয়ান, মাওলানা ইসমাইল গুদরাহ
বাদ আসর, মাওলানা যুবাইর আহমদ
বাদ মাগরিব, মাওলানা আহমদ লাট
বাংলা অনুবাদ, মাওলানা ওমর ফারুক
১৪-০১-২০২৩ শনিবার
বাদ ফজর, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড
বাদ জোহর, ভাই ওমর ফারুক
বাদ আসর, মাওলানা জুহাইরুল হাসান
বাদ মাগরিব, মাওলানা ইব্রাহিম দেওলা
বাংলা অনুবাদ, মাওলানা জুবায়ের আহমদ
বিশেষ বয়ান (সকাল)
উলামাদেও উদ্দেশ্যে বয়ান, মাওলানা ইব্রাহিম দেওলা
ছাত্রদের উদ্দেশ্যে বয়ান, মাওলানা খুরশিদুল হক রায়বেন্ড
১৫-০১-২০২৩ রবিবার,
হিদায়াতি বয়ান, সাড়ে সাতটায় মাওলানা আবদুর রহমান
বাংলা অনুবাদ, মাওলানা আব্দুল মতিন।
নসিহত, মাওলানা ইব্রাহিম দেওলা, বাংলা অনুবাদ মাওলানা জুবায়ের আহমদ
দোয়া পরিচালনা মাওলানা জুবায়ের আহমদ।
নামাজের সূচী:
জুমা ও জোহরের আজান ১টায়। জামাত ১.৩০। আসরের আজান ৩: ৫৫ জামাত ৪: ১৫ জুমা মাওলানা জুবায়ের আহমদ