আব্দুর রউফ আশরাফ
ইজতেমা ময়দান থেকে
টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত ৫৬তম বিশ্ব ইজতেমায় সারাদেশের প্রায় সব বিভাগ, জেলা-উপজেলা ও গ্রামগঞ্জ থেকে কাফেলাবদ্ধ হয়ে আগমন ঘটছে মুসল্লিদের। ঘন কুয়াশা, কনকনে শীত উপেক্ষা করে লাখ লাখ মানুষ ছুটি আসছেন ইজতেমায়। আগমনকারীদের সংখ্যা ক্রমেই বেড়ে চলছে।
আগামীকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হবে বিশ্ব ইজতেমার মূল পর্ব।
সরেজমিনে দেখা গেছে, ইতোমধ্যেই মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ ইজতেমার মাঠ। মূল ময়দানে জায়গা সঙ্কুলান হচ্ছে না বিধায় তুরাগ নদীর ওপারে বিভিন্ন অলিগলিতে মুসল্লিরা তাবু স্থাপন করছেন। অনেকে ময়লা-আবর্জনার জায়গাগুলো পরিস্কার করে সেখানে সামিয়ানা টাঙ্গিয়ে জায়গা নিচ্ছেন। ব্যাপক উপস্থিতির কারণে অধিকাংশরাই পাচ্ছেন না প্রয়োজন পরিমাণ জায়গা। তবুও তাদের মুখে হাসি। পেতে চান মহান আল্লাহর রেজা ও সন্তুষ্ট।
এইচএকে/এসআর