মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ শোরুমে হামলার পর যা জানাল ‘বাটা’ প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারী দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ আজ ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার  ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ  মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা মার্সেলের ৪ কোটি টাকা আত্মসাৎকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

খাগড়াছড়িতে বায়তুল করিম মাদরাসার ছাত্রদেরকে হিফজের সবক প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পৌরসভার মেহেদী বাগস্হ বায়তুল করিম মাদ্রাসার হেফজখানার নাজেরা বিভাগের ছাত্রদেরকে হিফজের সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ (১১জানুয়ারি) বুধবার সকাল ১০টায় মাদ্রাসা কমপ্লেক্সে ৭ জন ছাত্রদেরকে হিফজের ছবক প্রদান করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী।

মাদ্রাসার পরিচালক মাওলানা সানাউল্লাহ'র সভাপতিত্ব ও শিক্ষক মোহাম্মদ রবিউল জিহাদের সঞ্চালনায় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারি মাওলানা নূরুল কবির আরমান, মোহাম্মদপুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন, চেঙ্গিনারা জামে মসজিদের খতিব মাওলানা মুস্তাক আহমদ পবিত্র কুরআনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, পবিত্র আল কুরআন মহান আল্লাহর ঐশী গ্রহন্থ। আল্লাহ স্বয়ং সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। কুরআন মাজীদ মুখস্ত করতে পারা আল্লাহর বড় নিয়ামত। কুরআন ছাড়া অন্য কোন আসমানী গ্রন্থ বা বইয়ের হাফিজ পৃথিবীতে পাওয়া যায় না। পৃথিবীতে কুরআনের লক্ষ লক্ষ হাফিজ হয়েছে। বক্তাগণ ছাত্রদেরকে হাফিজ হওয়ার পাশাপাশি আলেম, মুফতি ও মহাদ্দিস হওয়ার আহবান জানান।

এ সময় কুরআন শিক্ষা বোর্ডের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আব্দুল জব্বার গাজী,মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আমিন শরীফ, সেক্রেটারি আবুল মনসুর, সাবেক সেক্রেটারি জালাল আহমদ, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, গঞ্জ পাড়া জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন, সবজি বাজার মসজিদের ইমাম হাফিজ মাহফুজুর রহমান, মাদ্রাসার শিক্ষক হাফিজ জাকির হোসেন,অভিভাবক ও ব্যবসায়ী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ