মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রধান উপদেষ্টার সঙ্গে ইয়ংওয়ান চেয়ারম্যানের সাক্ষাৎ শোরুমে হামলার পর যা জানাল ‘বাটা’ প্রতিভা ও মেধা বিকাশের এক অনন্য ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান বিক্ষোভের নামে লুটপাট নিতান্তই ছোটলোকি: মিজানুর রহমান আজহারী দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর আলিয়া মাদরাসা শিক্ষকদের অনুপস্থিতি ঠেকাতে নতুন উদ্যোগ আজ ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার শেয়ারবাজার  ইসরায়েলবিরোধী বিক্ষোভকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা উদ্দেশ্যপ্রণোদিত: শায়খ আহমাদুল্লাহ  মদ্যপ অবস্থায় থানায় ঢুকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার যুবদলের ২ নেতা মার্সেলের ৪ কোটি টাকা আত্মসাৎকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

নামাজ আদায়ে সাইকেলে ২০৬ কিমি পথ পাড়ি বৃদ্ধের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ। সেই মসজিদ দেখতে এবং দুই রাকাত জুম্মার নামাজ আদায় করতে মাগুরা থেকে আবুল হোসেন (৮০) নামের এক বৃদ্ধ সাইকেল চালিয়ে ২০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে প্রিয় মসজিদে নামাজ আদায় করেন বৃদ্ধ আবুল হোসেন।

সোমবার (২ জানুয়ারি) নিজ গ্রামের মসজিদ থেকে ফজরের নামাজ আদায় শেষে মাগুরা থেকে সাইকেল চালিয়ে রওনা দেন আবুল হোসেন। ২০৬ কিমি পথ ৬৪ ঘণ্টার বাইসাইকেল ভ্রমণ শেষে গত বুধবার আসরের নামাজের আগে মসজিদে এসে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও স্থানীয় মুসল্লিরা তাকে স্বাগত জানান।

বৃদ্ধ আবুল হোসেন মাগুরা জেলার আঠারোখাদা গ্রামের বাসিন্দা। তিনি ৪ ছেলে ও ৫ মেয়ের জনক। তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই সপ্তাহ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টিনন্দন ‘আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের’ ভিডিও চিত্র দেখেন বৃদ্ধ আবুল হোসেন। আর তখনই সিদ্ধান্ত নেন এই মসজিদে দুই রাকাত জুমার নামাজ আদায় করবেন। গত সোমবার ফজরের নামাজ শেষে মাগুরা থেকে সাইকেলযোগে রওয়ানা হন তিনি। ৬৪ ঘণ্টার ভ্রমণ শেষে বুধবার বিকেলে বেলকুচি এসে পৌঁছান।

বৃদ্ধ আবুল হোসেন শেখ বলেন, দুই সপ্তাহ আগে আমি ফেসবুকে দৃষ্টিনন্দন এই মসজিদের ভিডিও দেখেছি। তখনই এটিকে বাস্তবে দেখার এবং এই মসজিদে জুমার নামাজ আদায়ের ইচ্ছে জাগে। এখানের আসার পর সবাই আমাকে অনেক সমাদর করছেন। আজ জুমার নামাজ আদায় করেছি। আজকেই বাড়ির উদ্দেশে রওয়ানা হব।

আল আমান বাহেলা খাতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা গোলাম কিবরিয়া বলেন, ৮০ বছরের বৃদ্ধ আবুল হোসেনে বাইসাইকেল চালিয়ে এতটা পথ আসতে পেরেছেন ঈমানের জোরে। মহান আল্লাহর কাছে দোয়া করি তার মতো সব মুসলমানের যেনো ঈমানি শক্তি তিনি বাড়িয়ে দেন।

-এসআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ