সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

নাইজেরিয়ায় খাদ্য মজুদ করবে ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সংগঠন ‘ইসলামী সহযোগিতা সংস্থা’ (ওআইসি) নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তুলবে। সদস্য দেশগুলোর জন্যই এ মজুদ গড়ে তোলা হবে।

নাইজেরিয়ার কেন্দ্রীয় কৃষি বিভাগের পরিচালক আবদুল্লাহ আবু বাকা গণমাধ্যমকে জানিয়েছেন, ওআইসি সচিবালয় অর্থ, খাদ্যদ্রব্য ও শস্য সরবারহ করবে এবং নাইজেরিয়ার বিভিন্ন খাদ্যগুদামে তা সংরক্ষণ করবে। অতঃপর সদস্য দেশগুলোর চাহিদা অনুপাতে সরবারহ করা হবে।

তিনি আরো জানান, ওআইসির সব সদস্য দেশ নাইজেরিয়ায় খাদ্যের মজুদ গড়ে তোলার ব্যাপারে একমত হয়েছে। ওআইসি সচিবালয় অর্থ সংগ্রহ করবে, খাদ্যদ্রব্য কিনবে এবং নাইজেরিয়ায় তা গুদামজাত করবে। পরবর্তী সময়ে কোনো সদস্য দেশে খাদ্য সংকট তৈরি হলে নাইজেরিয়া থেকে সেখানে খাদ্য সরবারহ করা হবে।

আবদুল্লাহ আবু বাকা বলেন, তাঁর দেশ এরই মধ্যেই ৩৬টি কৌশলগত খাদ্যমজুদাগার গড়ে তুলেছে। নাইজেরিয়াকে কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়েছে কাসাভা উৎপাদনের তাঁর শ্রেষ্ঠত্ব। এ ছাড়া আমরা পাম ওয়েল, চাল ও অন্যান্য খাদ্যপণ্য উৎপাদনে সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি।
সূত্র : দ্য গার্ডিয়ান ডটএনজি

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ