সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


দেশের তিন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়, মৌলভীবাজার ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

সোমবার (২ জানুয়ারি) নিয়মিত পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্ত থেকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।

তিনি আরও বলেন, আজ সকালে দেশের সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তেঁতুলিয়ায় রয়েছে সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় কোথাও কোনও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ