মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল রাজধানীর তিন এলাকায় বিজিবি মোতায়েন সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু কারাগার ঠিকানা হলো চিন্ময় কৃষ্ণের শাপলা চত্বরে গণহত্যা: আন্তর্জাতিক ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৪৪ জনের বিরুদ্ধে অভিযোগ

ধর্ম প্রতিমন্ত্রীর কাছে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের স্মারকলিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন এম.পি-কে কাছে বাংলাদেশের চার লক্ষ মসজিদের জন্য মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আইন বাস্তবায়নের দাবীতে গত ২৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের নেতৃবৃন্দ স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি গ্রহণ করে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খাঁন এম.পি বলেন, ইমামদের স্বার্থে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আপনাদের এ দাবী সরকারের নজরে আছে। দেশের সার্বিক উন্নয়নে আপনার আরো ভূমিকা রাখুন। ইনশাআল্লাহ সরকার আপনাদের এ দাবী বাস্তবায়ন করবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন, মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, মুফতি আবুল হাসান, মাওলানা আকমল হোসাইন, মাওলানা আব্দুল মুহিত, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা মাছুম আহমদ প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, পেশাজীবী ও দ্বীনি সংগঠন। দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছেন এ দেশের চার লক্ষ মসজিদের ইমাম মুয়াজ্জিনগণ। দেশের আর্থ-সামাজিক উন্নয়ন, সন্ত্রাস, জঙ্গিবাদ দমন, নারী ও শিশু পাচার রোধ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, শিশু ও মাতৃস্বাস্থ্য, নারী ও শিশুদের প্রতি বৈষম্য ও নির্যাতন, উগ্রবাদ, সহিংসতা রোধ, গুজব রটানো বন্ধ, মহামারী করোন, ভয়াবহ বন্যা সহ যে কোন দুর্যোগময় সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো সহ আরও বহু কাজে ইমামগণ বলিষ্ঠ ভূমিকা পালন করছেন। যা ইউনেস্কো সহ অনেক দেশী-বিদেশী সংস্থা/ প্রতিষ্ঠান স্বীকৃতি দিয়েছে।

বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে ইমামদের সম্পৃক্ততা সুনিশ্চিত করার লক্ষ্যে ইমাম-মুয়াজ্জিন সার্ভিস রুল তথা মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা আইন প্রণয়ন করা অতি জরুরী হয়ে পড়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। প্রতিটি সেক্টরে তিনি উন্নতি সাধনে ঈর্ষান্বিত সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন।

Sustainable Development Goal (SDG) অর্জনে সফলতার স্বাক্ষর রাখতে বহুমাত্রিক পলিসি গ্রহণ করেছেন, দেশের ইমামগণকে মূল ধারায় নিয়ে আসতে পারলে দেশ আরো বহুদূর এগিয়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এজন্য প্রয়োজন যে, ইমাম-মুয়াজ্জিন সার্ভিস রুলস্ প্রণয়ন করে মসজিদের এ বৃহৎ জনশক্তিকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির সাথে সম্পৃক্ত করা।

নেতৃবৃন্দ বাংলাদেশের ৮ লক্ষ ইমাম-মুয়াজ্জিনগণের প্রাণের এ দাবী মহান সংসদে উপস্থাপন করে ইমাম-মুয়াজ্জিন সার্ভিস রুলস্ বাস্তবায়ন করতে ধর্ম প্রতিমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। বিজ্ঞপ্তি

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ