মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

মেট্রোরেল: প্রথম দিনে আয় প্রায় ৪ লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেট্রোরেল উদ্বোধন করার পর বৃহস্পতিবার জনসাধারণের জন্য তা খুলে দেওয়া হয়। প্রথম দিনে মেট্রোরেল ভ্রমণের আশায় ভিড় করেন অনেকে। এ দিনে ভ্রমণের সুযোগ পেয়েছেন তিন হাজার ৮৫৭ জন। এতে আয় হয়েছে ৪ লাখ টাকার বেশি।

সূত্র জানায়, আগের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উত্তরা-আগারগাঁও স্টেশনে ট্রেন চলাচল করেছে। দশ মিনিট পরপর এক স্টেশন থেকে আরেক স্টেশনে ট্রেন ছেড়ে গেছে। আর এই সময়ে ৩ হাজার ৮৫৭ যাত্রী ভ্রমণ করেছেন।

মেট্রোরেলের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কাওসার আহম্মেদ বলেন, ‘নিজ হাতে বানিয়ে সেই মেট্রোরেলে প্রথম দিনে নিজ হাতে টিকিট কেটে উঠেছি। মজাই আলাদা। এ অনুভূতি বলে বোঝানো যাবে না। সারা জীবন বলে যেতে পারব এই মেট্রোরেল বানানোর সময় আমি ছিলাম’। যাদের হাতে তৈরি এই মেগা প্রজেক্ট সেই মেট্রোরেলে প্রথম দিনে যাত্রী হয়েছেন কাওসারসহ এমন অন্তত ৫০ জন। সবাই ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির কর্মী।

কোম্পানির ওয়্যার হাউসের স্টোর ডেটা বিভাগে কর্মরত রকিবুল ইসলাম। তিনি বলেন, আজ আমরা মহাখুশি। আমরাই এটা নির্মাণ করছি, আবার আজ প্রথম দিনে আমরাই যাত্রী। এই অনুভূতি বলে বোঝানো যাবে না।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, সময়ের জন্য অনেকে ট্রেন চড়তে পারেনি। আগামীকাল (শুক্রবার) যেন কোনো ত্রুটি-বিচ্যুতি না থাকে সে দিকে বিশেষ নজর দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ