শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

‘ফ্রি ফায়ার’ নিয়ে বিরোধ, বন্ধু হাতে বন্ধু খু*ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ায় ফ্রি ফায়ার গেমসের আইডি নিয়ে বিরোধের জেরে গলা কেটে হত্যার শিকার হয়েছে স্কুলছাত্র সিফতাউল হাসান সিফাত (১৩)। এক বন্ধু সিফাতকে বগুড়া শহর থেকে শিবগঞ্জ উপজেলায় তার (বন্ধুর) দাদার বাড়িতে নিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডে জড়িত তার ওই বন্ধুকে গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীর বয়স কম হওয়ায় পুলিশ তার নাম-পরিচয় প্রকাশ করেনি।

আজ বুধবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার (এসপি) সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসপি জানান, সিফাত খুনের ঘটনায় তার বাবা বগুড়া শহরের নিশিন্দারা খাঁপাড়ার শাহ আলম বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা তথ্য-প্রযুক্তি ব্যবহার করে খুনি ওই কিশোরকে চিহ্নিত করে। পরে ঢাকার মনিপুরীপাড়া এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ওই কিশোর জানায়, সম্প্রতি সে কৌশলে সিফাতের মোবাইলে থাকা ফ্রি ফায়ার গেমসের আইডি ও পাসওয়ার্ড নেয়। সিফাত কয়েক দফা তার গেমসের আইডি ও পাসওয়ার্ড ফেরত চাইলেও তা সে দেয়নি। পরে স্থানীয় কয়েকজন বন্ধুর সহায়তায় তার কাছ থেকে চাপ দিয়ে আইডি ও পাসওয়ার্ড ফেরত নেয়। এতে সিফাতের ওপর ক্ষুব্ধ হয় তার ওই বন্ধু।

সে আরো জানায়, এর প্রতিশোধ নিতেই গত ২৫ ডিসেম্বর তার দাদার বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে সিফাতকে সাথে নিয়ে শিবগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে যায়। সেখানে সন্ধ্যার দিকে একটি বাঁশঝাড়ের মধ্যে সিফাতকে নিয়ে গিয়ে সে পেছন থেকে চাপাতি দিয়ে আঘাত করে। এক পর্যায়ে তার গলা ও বাঁ হাতের রগ কেটে হত্যা করে। হত্যার পর আত্মগোপন করতে সে ঢাকায় যায়।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ