মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মেট্রোরেল উদ্বোধন ঘিরে শেষ মুহূর্তে চলছে পরিচ্ছন্নতা ও সাজসজ্জা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে বুধবার (২৮ ডিসেম্বর)। সবকিছু পরিচ্ছন্ন ও পরিপাটি করার কাজ করছেন পরিচ্ছন্নকর্মীরা। একই সাথে পরিস্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে সড়ক। এছাড়া সড়কে সাজসজ্জা করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়ার মেট্রোরেল অংশের কাজ শেষ করে পরিষ্কার করা হচ্ছে। সড়কের কিছু অংশে নতুন করে কার্পেটিং করা হয়েছে। ফুটপাতগুলোতে বসানো হয়েছে নতুন টাইলস।

আরও পড়ুন: মেট্রোরেলের টিকিট কাটবেন যেভাবে

পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, আমরা যারা এখানে পরিচ্ছন্নের কাজ করে যাচ্ছি সবাই ৬৫০ টাকা করে নিচ্ছি। আগামী ২৮ ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের ঢাকা মেট্রোরেল। আগারগাঁও এলাকার মত সব সময় যদি রাজধানীটা পরিষ্কার রাখা যেত তাহলে আমাদের শহরটাও দেখতে আরও সুন্দর লাগতো। মানুষ অসুস্থও কম হতো।

এক পরিচ্ছন্নতাকর্মী বলেন, আমার খুব ভালো লাগছে আগারগাঁও মেট্রোরেলের এলাকাটা। আমার মতো অনেক কর্মী পরিচ্ছন্নতার কাজ করছে। আমার দাবি এরকম যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আমরা কাজ করি টাকা নেই। কিন্তু পরিষ্কার করার পর যখন আবার নোংরা করা হয় তখনই খুব কষ্ট লাগে।

মোহাম্মদপু ফায়ার সার্ভিস সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, স্বপ্নের মেট্রোরেল চালু হবে আগামী ২৮ ডিসেম্বর। পরিবেশটা খুব সুন্দর লাগছে। ফুলের গাছও লাগানো হয়েছে। আগারগাঁও এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আমার অনুরোধ এই এলাকা সুন্দর রাখতে সাধারণ মানুষের ভূমিকা থাকতে হবে অনেক। ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেওয়ার অনুরোধ করছি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, শুরুতে মেট্রোরেল চলবে দিনে চার ঘণ্টা। সকাল ৮ থেকে দুপুর ১২টা পর্যন্ত। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলার সময় ট্রেন মাঝপথে কোথাও থামবে না। শুরুতে উত্তরা ও আগারগাঁও স্টেশন থেকে টিকিট (কার্ড) কাটা যাবে। ভাড়া ৬০ টাকা। পৌনে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরায় মেট্রোরেল উদ্বোধন করে ভাষণ দেওয়ার পর রেলে চড়ে তিনি উত্তরা থেকে আগারগাঁও আসবেন। মেট্রোরেলের প্রথম টিকিট কাটবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থায়ী কার্ড কিনে ভাড়া পরিশোধ করবেন তিনি।

উদ্বোধনের পরদিন বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়বেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ