আওয়ার ইসলাম ডেস্ক: রাত পোহালেই রাজধানীবাসীর স্বপ্নের মেট্রোরেল উদ্বোধন হবে। এরই মধ্যে ঢাকার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালুর সব প্রস্তুতি শেষ। যাত্রীদের স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য ৩০টি দ্বিতল বাসও ব্যবস্থা করেছে বিআরটিসি।
যেখানে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত বিআরটিসির ২০টি দ্বিতল বাস চলবে। আর উত্তরার হাউজ বিল্ডিং থেকে ১০টি দ্বিতল বাস চলবে দিয়াবাড়ীর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন পর্যন্ত।
বিআরটিসির কর্মকর্তারা জানিয়েছেন, নগর পরিবহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যে ভাড়ার হার নির্ধারণ করে দিয়েছে, বিআরটিসির বাসে সেই ভাড়াই নেওয়া হবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, শুরুতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। পৌনে ১২ কিলোমিটারের এই পথ পাড়ি দিতে মেট্রোরেলের সময় লাগবে ১০ মিনিট ১০ সেকেন্ড।
বিআরটিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম বলেন, মেট্রোরেলের যাত্রীদের জন্য বাস পরিচালনা করবে বিআরটিসি। কারণ বাস পরিচালনায় যে দক্ষতা বিআরটিসি’র রয়েছে তা অন্য কোনো সংস্থার নেই।
এদিকে বুধবার (২৮ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন তিনি উত্তরা থেকে মেট্রোরেলে আগারগাঁওয়ে নামবেন।
-এসআর