আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১১টায় বহুল কাঙ্ক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করবেন। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে ৬০ টাকা ভাড়া দিয়ে মেট্রোরেলে করে আগারগাঁও থেকে উত্তরা যাতায়ত করতে পারবেন যাত্রীরা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মেট্রোরেল উদ্বোধনের আগের দিন আগারগাঁও মেট্রো স্টেশনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর প্রথম অংশ উদ্বোধন করবেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে এমআরটি লাইন-৬ উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত চলবে।
আরএ/