মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

ইমাম-মুয়াজ্জিন-খাদেম নেবে ইসলামিক ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নিয়োগ দেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এসব পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করা যাবে ১৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত।

১. পদের নাম: পেশ ইমাম, পদসংখ্যা: ১, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল বা দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দিস হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ-ই কোরআন ও ইলমে ক্বিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। আরবিতে কথা বলা ও আরবিতে উপস্থিত বক্তৃতা এবং ইসলামের ওপর গবেষণাধর্মী প্রকাশনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বেতন: ১৫,০০০ টাকা

২. পদের নাম: মুয়াজ্জিন, পদসংখ্যা: ১, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম/সমমানের কওমি শিক্ষাসম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে/মুয়াজ্জিন হিসেবে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। হাফেজ-ই কোরআন ও ইলমে ক্বিরাতের ওপর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সনদপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: ১০,০০০ টাকা

৩. পদের নাম: খাদেম, পদসংখ্যা: ২, যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির আলিম/সমমানের কওমি শিক্ষাসম্পন্ন স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে সনদ থাকতে হবে। খাদিম হিসেবে এক বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বেতন: ৭,৫০০ টাকা

আবেদন ফরম এই ওয়েবসাইট বা ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুরে পাওয়া যাবে। আবেদন ফরম পূরণ করে সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ই-সেবা কেন্দ্র, জেলা প্রশাসকের কার্যালয়, মেহেরপুর।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ