আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি বন্দর বাজারে এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ টাকা। প্রকার ভেদে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।
বুধবার (২১ ডিসেম্বর) হিলি পেঁয়াজের বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহ আগে পাইকারি বাজারে যে পেঁয়াজের দাম ছিলো ২৬ থেকে ২৮ টাকা কেজি, সেই পেঁয়াজ বর্তমান বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। তা আবার খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
বাজারে পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, গত সপ্তাহে ২৮ টাকা কেজি পেঁয়াজ কিনেছিলাম। আজ সেই পেঁয়াজের দাম ২০ টাকা কেজি। কম দাম হওয়ায় ২০০ টাকা দিয়ে ১০ কেজি পেঁয়াজ কিনলাম।
হিলি বাজারে এক সবজি ব্যবসায়ী বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। ২০ টাকা কেজি পাইকারি নিয়ে তা ২৪ থেকে ২৫ টাকা কেজি খুচরা বিক্রি করছি।
হিলি বাজারে এক পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী বলেন, এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম অনেকটা কমে গেছে। বন্দরে কয়েক ধরনের পেঁয়াজ আছে। গত মঙ্গলবার আমরা ১৭ থেকে ১৮ টাকা কেজি দরের পেঁয়াজ আমদানিকারকদের নিকট থেকে ক্রয় করেছি। সেই পেঁয়াজ ২০ টাকা কেজি দরে পাইকারি দিচ্ছি। ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে, যার কারণে দামও কমে যাচ্ছে।
-এসআর