আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের ২১তম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আসছে ৫ জানুয়ারি শুরু হবে এই অধিবেশন। নিয়ম অনুযায়ী অধিবেশনের শুরুর দিন সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি।
তবে এবারের সংসদে থাকছে না বিএনপি। সম্প্রতি দলটির সদস্যরা পদত্যাগ করেছেন।
সংসদের নিয়ম অনুযায়ী বছরের প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের পর সংসদ সদস্যরা তার ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করবেন।
বছরের প্রথম অধিবেশনের শুরু উপলক্ষে রীতি মেনে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হবে রাষ্ট্রপতিকে।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ৫ জানুয়ারি বিকেল ৪টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হবে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন সমাপ্ত হয়।
-এটি