আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ইসলামী শিক্ষা নিয়ে কোন চক্রান্ত সহ্য করা হবে না। বিজয়ের মাসে ইসলামী শিক্ষা নিয়ে কোন ধরনের ছলচাতুরী মেনে নেয়া হবে না।
সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা দেশবাসী মানবে না। ২০২৩ সালের জন্য মূদ্রণকৃত পাঠ্যপুস্তক যেন শিক্ষাপ্রতিষ্ঠানে না যায়। যেহেতু শিক্ষা কারিকুলামে অনেক সমস্যা। হিন্দুত্বাদী ও নাস্তিক্যবাদী লেখার আধিক্য।
সেহেতু এদেশের ধর্মপ্রাণ মানুষ এই বই গ্রহণ করবে না। দেশের বিরানব্বই ভাগ মুসলমান, তাদের সন্তানদের পৌত্তলিকতা শিক্ষা দিতে চায় না। সকল মাদরাসা ও স্কুলে বিতর্কিত নতুন বইগুলো প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিসহ সকলকে সজাগ ও সতর্ক হতে হবে। দাবী বাস্তবায়ন না হলে আমরা ঘরে বসে থাকবো না। ঈমান, ইসলাম রক্ষায় প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি।
আজ বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এইচএম রফিকুল ইসলাম প্রমূখ।
-এটি