রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

সারাদেশের রেলপথ ব্রডগেজে নিয়ে আসা হবে: রেলপথ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশের রেলপথ ব্রডগেজের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন,  ‘আমাদের রেলে দুই ধরণের পথ চালু আছে।

আখাউড়া-আগরতলা রেললাইন প্রকল্প পরিদর্শনকালে গতকাল রবিবার দুপরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে মন্ত্রী আখাউড়া-লাকসাম ডুয়েল গেজ প্রকল্প ঘুরে দেখেন।

মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন,  ‘আমাদের রেলে দুই ধরণের পথ চালু আছে। একটা মিটার গেজ আরেকটা ব্রডগেজ। তবে ধীরে ধীরে আমরা সমস্ত রেল ব্যবস্থা একরকম অর্থাৎ ব্রডগেজের আওতায় নিয়ে আসবো। সেই পরিকল্পনা আমাদের আছে। ’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বাধায় আখাউড়া-লাকসাম অংশের কিছু জায়গায় কাজ আটকে থাকার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রকল্প পরিদর্শনের সময় এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি বলেছি যে জায়গাটুকুতে বাধা দেওয়া আছে সেটুকু বাদে বাকিটার কাজ যেন করা হয়। যখন এ বিষয়ে মীমাংসা হবে তখন যেন সহজেই কাজটা শেষ করে নেওয়া যায়। আগামী জুনের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প বিষয়ে রেলপথ মন্ত্রী জানিয়েছেন, ‘কাজের বর্তমান যে অবস্থা তাতে আগামী বছরের মার্চ-এপ্রিলের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে। জুনের মধ্যে ট্রেন চলাচল করবে। চাহিদা থাকলে মালবাহীর পাশাপাশি যাত্রীবাহী ট্রেন চলাচল করবে এ পথ দিয়ে। ইতোমধ্যেই প্রয়োজনীয় রেল, স্লিপার, পাথর আনা হয়েছে। ’ এ রেলপথ চালু হলে আন্ত:দেশিয় যোগাযোগ আরো সমৃদ্ধ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ