শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


বয়স কম বলে পারিশ্রমিক কম দেওয়া বৈধ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি তাজুল ইসলাম জালালী

প্রশ্ন: সমান কাজ করা সত্বেও কেবল আঠারো বছরের কম বয়সীশিশু হওয়ার কারণে তাকে অর্ধেক পারিশ্রমিক দেওয়া বৈধহবে কি?

উওর: না,সমান কাজ করা সত্বেও কেবল আঠারো বছরের কম বয়সী হওয়ার কারণে তাকে অর্ধেক পারিশ্রমিক দেয়া যাবে না। বরং পূর্ণ পারিশ্রমিক দিতে হবে। কারণ উভয়ের কাজ সমান।

তবে যদি অর্ধেক পারিশ্রমিকেই কাজ করতে রাজি হয়, তাহলে জায়েয হবে।

সূত্রঃ ফাতাওয়া হিন্দিয়া:৪/৪৪০. আল –ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু:৪/৭৩৪, মুহাক্কাক মুদাল্লাল জাদিদ মাসাইল:৩৪৮,আল –মুহিতুল বুরহানি:৯/১৬২-১৬৩।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ