রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

আল্লাহকে ভালবাসলে রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলুন: আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি: জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া বলেছেন, দুনিয়া ও আখিরাতের জীবনে আমাদেরকে সফল হতে হলে অন্তরে আল্লাহর প্রতি প্রকৃত মুহাব্বত ধারণ করতে হবে এবং রাসূল সা. এর অনুসরণ করে সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তুলতে হবে।

ছোটখাটো মতভেদকে পেছনে ঠেলে মুসলমানদের পারস্পরিক মজবুত ঐক্য ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে চলতে হবে। মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সরব সহযোগিতামূলক অংশ নেওয়ার পাশাপাশি সর্বস্তরে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে। তাহলেই কেবল মুমিনের দুনিয়াবী জবন সফলকাম হতে পারে।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে সভাপতির বক্তব্যে আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া এসব কথা বলেন।

আজ শুক্রবার প্রতিষ্ঠানটির বার্ষিক মহফিলের পূর্ব ঘোষণা থাকলেও গতকাল বৃহস্পতিবার বাদ যোহর থেকেই বয়ান শুরু হয়। মাহফিল উপলক্ষে বিশেষ সমাবর্তনমূলক দস্তারবন্দী সম্মেলনে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা থেকে গত শিক্ষাবর্ষে উত্তীর্ণ হওয়া প্রায় আড়াই হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি দেওয়া হয়।

মাহফিলে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- বাবুনগর মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, দারুল মাআরিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান যওক নদভী, ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান, মুফাসসিরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলিপুরী, দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুঈনে মুহতামিম আল্লামা মুফতি জসিমুদ্দীন, পটিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা উবায়দুল্লাহ হামজা, নানুপুর ওবায়দিয়া মাদ্রাসার মুহতামিম আল্লামা সালাহ উদ্দীন নানুপুরী, নাজিরহাট মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম আল্লামা হাবীবুর রহমান কাসেমী, বি-বাড়ীয়া দারুল আরকাম মাদ্রাসার মুহতামিম আল্লামা সাজেদুর রহমান, আল্লামা মুফতি কিফায়াতুল্লাহ, আল্লামা ওসমান ফয়জী, আল্লামা মাহমুদুল হাসান ফতেহপুরী, আল্লামা ফোরকান আহমদ, আল্লামা আশরাফ আলী নিজামপুরী প্রমুখ।

দেশের সবচেয়ে বড় ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় বার্ষিক মাহফিল উপলক্ষে দারুল উলূম হাটহাজারী মাদ্রাসা ক্যাম্পাস উলামায়ে কেরামের এক বৃহৎ মিলন মেলায় পরিণত হয়। আগের দিন বৃহস্পতিবার থেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-উলামা, মাদ্রাসা ছাত্র ও তৌহিদী জনতার আগমন শুরু হয়। শুক্রবার জুমার সময় ক্যাম্পাসে তিল ধারণের ঠাঁই ছিল না। দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার পক্ষ থেকে মাহফিলে আগমত মেহমান ও স্রোতাদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।

এই প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা ৭টায় মাহফিলে বয়ান চলছিল। মাহফিলে শেষে বাদ ইশা দস্তারবন্দী সম্মেলনের দ্বিতীয় সেশনে গত শিক্ষাবর্ষের অবশিষ্ট প্রায় এক হাজার ফারেগ আলেমকে পাগড়ি দেওয়ার কথা রয়েছে। পাগড়ি প্রদানের সময় দারুল উলূমের মহাপরিচালক ও শায়খুল হাদীসসহ সকল মুহাদ্দিসগণ স্টেজে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার বাদ ইশা প্রথম সেশনে প্রায় দেড় হাজার আলেমকে পাগড়ি দেওয়া হয়।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ