আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৪ হিজরি ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে।
আজ মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৫৩ নং সভায় গৃহীত ৬ (খ) সিদ্ধান্ত অনুসারে ২০২৩ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার ফি মাদরাসাসমূহ স্ব স্ব বোর্ডে জমা প্রদান করার করবে।
আগামীকাল বুধবার, ৭ ডিসেম্বর থেকে সকল দাওরায়ে হাদিস মাদরাসাকে ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের কথা বলা হয়েছে।
ফি জমাদানের স্বাভাবিক সময় ৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত; বিলম্বিত সময় ১৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত। ফি জমাদানের জন্য প্রত্যেক মাদরাসাকে আল-হাইআতুল উলয়ার অনলাইন সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করে “রিপোট সংক্রান্ত> সাধারণ রিপোর্ট> ১- নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম> পূরণ করতে হবে।
রিপোর্ট দেখুন”-এ ক্লিক করে ‘নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম’টি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। উক্ত ফরমে ফির পরিমাণ ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ স্ব স্ব বোর্ডে জমা দিতে হবে। ফরম ডাউনলোড করতে ক্লিক করুন।
-এটি