আওয়ার ইসলাম ডেস্ক:।। চোখে অসুস্থতা দেখা দিলে যেমন দৃষ্টিশক্তি হারিয়ে যায়, মানুষ অন্ধ হয়ে যায়। তেমনি আত্মা যখন রোগগ্রস্ত হয়, তখন আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই সমাধান পাওয়া যায়। আর এটার নামই হচ্ছে ইসলাহে নফস।
এজন্যই উলামায়ে কেরাম ইসলাহি মাহফিলগুলো করে থাকেন। এমনই একটি ইসলাহি ইজতিমা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানী ঢাকার ওয়াসা রোড, ছোট পাইটি চৌরাস্তা, ডেমরা (স্টাফ কোয়ার্টার) খানকায়ে শায়খ ড. মুশতাক আহমদে।
আগামী ১৯, ২০, ২১ জানুয়ারি রোজ বৃহস্পতি শুক্র ও শনিবার এ ইসলাহি ইজতিমা অনুষ্ঠিত হবে। প্রধান প্রশিক্ষক হিসেবে জিকির ও মোরকাবার প্রশিক্ষণ প্রদান করবেন পীরে কামেল শায়খ ড. মুশতাক আহমদ।
প্রধান অতিথি হিসেবে ইসলাহি বয়ান করবেন, শায়খ ওমর ইবনে শায়খ মালিক আবদুল হাফিয মক্কি। এছাড়াও দেশী ও বিদেশী আরও অন্যান্য উলামা ও মাশায়িথ তাশরীফ আনবেন। যোগাযোগ: 01715-437445, 01871-782012
-এটি