রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

আগামীকাল শাহাজাহানপুরের জামিয়া মাহমুদিয়ায় আসছেন দেওবন্দের নায়েবে মুহতামিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার শাহাজাহানপুরের জামিয়া মাহমুদিয়ায় রেলওয়ে কলোনী মাদরাসায় আসছেন ভারতের ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা মুফতি রাশেদ আজমি।

আগামীকাল ২ ডিসেম্বর শুক্রবার বিকেল ৩টায় জামিয়া মাহমুদিয়ায় রেলওয়ে কলোনী মাদরাসার ছাত্রদের কুরআনুল কারিমের সবক প্রদান ও কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহিফিলের আয়োজন করা হয়েছে।

মাহিফিলের কুরআনুল কারিমের সবক প্রদান ও দোয়া করবেন ঐতিহাসিক দারুল উলূম দেওবন্দের নায়েবে মুহতামিম ও সিনিয়র মুহাদ্দিস
আল্লামা মুফতি রাশেদ আজমি। মাহফিলে আরো উপস্থিত থাকবেন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব, আল্লামা রুহুল আমিন, আরজাবাদ মাদরাসার মুহতামিম, কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক) সহ-সভাপতি, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, পীর জঙ্গী মাজার জামে মসজিদের খতিব মুফতি জুবায়ের আহমদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জনাব মো: সিরাজ জিন্নাত, সভাপতি, শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। বিভাগীয় প্রকৌশলী-৩, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা।

সঞ্চালনায় থাকবেন, জনাব নূরের নবী ভূঁইয়া রাজু, সাধারণ সম্পাদক, শাহজাহানপুর রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা।

রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল রেলওয়ে কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, হাফেজ মাওলানা মুফতি সুলতান আহমদ জাফরী দীনি ভাইদের প্রতি মাহফিলে আসার আমন্ত্রণ জানিয়ে বলেন, আপনি জেনে অত্যান্ত আনন্দিত হবেন, আপনার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসা ও এতিমখানা শাহাজাহানপুর ঢাকা এর উদ্যোগে আসছে আগামীকাল (০২ ডিসেম্বর) শুক্রবার, বিকাল ৩ ঘটিকা হতে হিফজ বিভাগের ছাত্রদের সবক প্রদান ও কৃতি ছাত্রদের পুরস্কার বিতরণ উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনার উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করছি।

দারুল উলুম দেওবন্দের নায়েবে মুহতামিম আল্লামা মুফতি রাশেদ আজমির সফর সূচি

১ ডিসেম্বর রাজধানী ঢাকার চৌধুরীপাড়ায় অবস্থিত শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় ফারেগীন ছাত্রদের পাগড়ি প্রদান। বাদ মাগরিব ফারেগীন ছাত্রদের উদ্দেশ্যে বয়ান। বাদ এশা মাদরাসায়ে কাসেমুল উলুম রাহমানিয়া শ্রী নগর মুন্সিগঞ্জে বয়ান।

২ ডিসেম্বর বাদ ফজর মালিবাগ শাইখুল হাদিস জাফর আহমদের বাসায় মুহিব্বিনদের সাথে সাক্ষাৎ। জুমার আগে বয়ান করবেন চৌধুরী পাড়ার মসজিদে নূরে। বাদ মাগরিব চৌধুরীপাড়া শেখ জনুরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসায় ছাত্রদের উদ্দেশ্যে বয়ান। বাদ এশা রেলওয়ে জামিয়া মাহমুদিয়া মাদরাসায় বয়ান।

৩ ডিসেম্বর বাদ ফজর ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরায় অবস্থান ও মুরিদান মুহিব্বিনদের সাথে সাক্ষাৎ। এরপর বাংলাদেশ ত্যাগ করবেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ