সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৮ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
মসজিদে নববীর ইমামকে মালদ্বীপে লালগালিচা অভ্যর্থনা মহানবীর আদর্শ অনুসরণ করলে আমাদের জীবন আলোকিত হবে : ধর্ম উপদেষ্টা বর্তমানে ‘উলূমুল হাদিস’-এর প্রয়োজনীয়তা বাংলাদেশের মতো সম্প্রীতি আশপাশের দেশে খুঁজে পাবেন না: ধর্ম উপদেষ্টা ‘গাজাবাসীর পাশে দাঁড়ানো উম্মাহর আবশ্যিক দায়িত্ব’ নারী কমিশনের প্রস্তাবে পতিত স্বৈরতন্ত্রের সুযোগ: গাজী আতাউর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের স্বীকৃতি পেল মসজিদুল হারাম ‘সংস্কার কমিশনের সুপারিশ নারী সমাজের জন্য চরম অবমাননাকর’ নারী বিষয়ক সংস্কার কমিশন দেশকে অস্থিতিশীল করতে চায়: খেলাফত মজলিস সরাসরি ঢাকা-রিয়াদ ফ্লাইট চালু করল ইউএস-বাংলা

নির্ধারিত হলো বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কওমি মাদরাসাসমূহের সবচেয়ে বড় বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ নভেম্বর) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

ঘোষণায় বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার অন্তর্ভুক্তি ফি -এর ফরম বিতরণ শুরু হয়েছে। প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযের সাথে যোগাযোগ করে কাগজপত্র সংগ্রহ করে এখন থেকে ফি জমা দিতে পারবেন।

অন্তর্ভুক্তি ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ ০৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি। বিলম্ব ফিসহ ১৫ জুমাদাল উখরা। এ বছর ছাত্র ও ছাত্রী উভয়ের ফি সমন্বয় করে একই পরিমাণ ধার্য করা হয়েছে। ফি-এর পরিমাণ নিম্নে দেওয়া হলো-

ফজিলত-৭০০ টাকা, বিলম্ব হলে ৭৭০ টাকা। সানাবিয়া উলেইয়া ৫৫০ টাকা, বিলম্ব হলে ৬১০টাকা। মুতাওয়াসসিতাহ ৪২৫ টাকা, বিলম্ব হলে ৪৭০টাকা। ইবতিদাইয়্যাহ ৩৭৫টাকা বিলম্ব হলে ৪১০ টাকা। হিফজুল কুরআন ৪২৫ টাকা বিলম্ব হলে ৪৭০ টাকা। ইলমুত তাজভিদ ওয়াল কিরাত ৪২৫ টাকা বিলম্ব হলে ৪৭০ টাকা।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ