আওয়ার ইসলাম ডেস্ক: নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতটি কাজ করতে আদেশ করেছেন। এ কাজের মধ্যে মহান আল্লাহ রেখেছেন অনেক সওয়াব ও ফজিলত। হজরত বারাআ ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাতটি বিষয়ে আমাদের (কাজ করার) নির্দেশ দিয়েছেন। এবং সাতটি বিষয়ে আমাদের নিষেধ করেছেন।
যে ৭ বিষয়ে নবিজি সা. আদেশ করেছেন
১. জানাজার অনুগমন করা,
২. রুগণ/অসুস্থ ব্যক্তির খোঁজ-খবর নেওয়া,
৩. দাওয়াত দাতার দাওয়াত গ্রহণ করা,
৪. মাজলুমকে সাহায্য করা,
৫. কসম থেকে দায়মুক্ত করা,
৬. সালামের জবাব দেওয়া এবং
৭. হাঁচিদাতাকে (ইয়ারহামুকাল্লাহু বলে) সন্তুষ্ট করা।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। দুনিয়া ও পরকালের কল্যাণে উল্লেখিত আমলগুলোর ওপর গুরুত্ব দেওয়ার তাওফিক দান করুন। আমিন।
-এসআর