শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


হিন্দুদের পূজার সময় পাকানো খাবার মুসলমানের জন্য খাওয়া জায়েজ কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের কাছে একজন জানতে চেয়েছেন, হুজুর। আমার বাড়ি হিন্দু বাড়ির সাথেই। ওদের পূজার সময় যে খাবার রান্না হয়। সেসব খাবার হাদিয়া হিসেবে আমাদের বাড়িতেও পাঠায়। এখন আমার প্রশ্ন হল, এসব খাবার আমাদের জন্য খাওয়া জায়েজ হবে কি না?

উত্তর- প্রতিবেশি বিধর্মীদের সাথে সামাজিক সুসম্পর্ক রাখাতে কোন সমস্যা নেই।

তাদেরকে হাদিয়া দেয়া জায়েজ আছে।

তবে হাদিয়া না নেয়াই উত্তম। তবে যদি নেয়া হয়, তা খেতে কোন সমস্যা নেই।

তবে যদি উক্ত খাবার তাদের প্রতিমা ও মূর্তির নামে উৎসর্গকৃত খাবার হয়, কিংবা তাতে কোন হারাম বস্তু মিশ্রিত থাকে, তাহলে তা খাওয়া জায়েজ হবে না। - লেখাটি আহলে হক মিডিয়া থেকে সংগৃহিত।

عن أبى وائل وإبراهيم قالا: لما قدم المسلمون أصابوا من أطعمة المجوس من جبنهم وخبزهم، فأكلوا ولم يسألوا عن شيء من ذلك (مصنف ابن أبى شيبة-17\416، رقم-33344)

ولا بأس بالذهاب إلى ضيافة أهل الذمة هكذا ذكر محمد رحمة الله عليه وفى أضحية النوازل المجوس، أو النصرانى إذا دعا رجلا إلى طعامه تكره الإجابة وانه قال اشتريت اللحم من السوق فإن كان نصرانيا لا بأس به (الفتاوى الهندية، كتاب الكراهية، الباب الرابع عشر-5\347، جديد-5\401)

ولا بأس بأن يضيف كافرا لقرابة أو لحاجة (هندية-5\347، جديد-5\401)

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ