আওয়ার ইসলাম ডেস্ক: জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার-এর শাইখুল হাদিস ও নায়েবে মুহতামীম, বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড-বেফাকের সহকারী মহাসচিব, দেশের স্বনামধন্য শীর্ষ আলেম আল্লামা মুফতি নুরুল আমীনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।
আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, আল্লামা মুফতী নুরল আমীন রহ. মুসলিম উম্মাহ'র একজন দরদী অভিভাবক ছিলেন। আমৃত্যু ইসলাম, দ্বীনি শিক্ষা ও মুসলমানদের খেদমতে নিয়োজিত ছিলেন। কওমি মাদরাসার সনদের স্বীকৃতি জন্য তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। বাংলাদেশে দ্বীনি আন্দোলনসমূহে তিনি ছিলেন সামনের কাতারে। আল্লামা শাহ্ আহমদ শফী রহ. ও মুফতী আমিনী রহ.-এর সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। তাঁর যুক্তিপূর্ণ মতামতকে উনারা মূল্যায়ন করতেন। যে কোনো বিষয়ে তাঁর কাছে গেলে তিনি আমাদেরকেও সুপরামর্শ দিতেন।
তাঁর ইন্তেকালে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ একজন সৎ, সাহসী, কর্মতৎপর ও দরদী অভিভাবক আলেমকে হারাল।
শোকবার্তায় বলা হয়, তাঁর ইন্তেকালে আমরা ব্যথিত ও শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলার দরবারে কায়মানো বাক্যে দুআ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আমীন।
-এটি