শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


লাশ পোস্টমর্টেম করা কি জায়েজ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: দূর্ঘটনা কিংবা কোনো হত্যাকাণ্ড হলে মৃত ব্যক্তির লাশ পোস্টমর্টেম করা হয়। অনেক সময় বিনা প্রয়োজনেও তা করা হয়। এরকমও হয় স্বাভাবিকভাবে মৃত মানুষের লাশটি পোস্টমর্টেম করা হয় কাউকে ফাঁসানোর জন্য।

বস্তুত আমরা আজকে জানবো লাশের পোস্টমর্টেম জায়েজ আছে আছে কিনা। ইসলামি শরিয়ত এ বিষয়ে কী বলে।

আবু দাউদ শরীফের ২/৪৫৮ এর বরাতে ফাতওয়ায়ে হাক্কানিয়ার ২য় খণ্ডের ৩৯৮ পৃষ্ঠায় বলা হয়েছে, মৃত্যুর পর কাঁটাছেড়া জীবিত অবস্থায় কাঁটাছেড়ার মতোই। সুতরাং মৃত্যুর পর লাশের পোস্টমর্টেম করা জায়েজ নেই। তবে একান্ত প্রয়োজন হলে পোস্টমর্টেমের অবকাশ  আছে।

সুত্র: নির্বাচিত ফাতাওয়ায়ে মাদানিয়া’র ২য় খন্ড পৃষ্ঠা ২৫৮।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ