আওয়ার ইসলাম ডেস্ক: প্রশ্ন: ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধোয়ার হুকুম কি?
উত্তর: ওয়াশিং মেশিনে নাপাক কাপড় তিনবার নতুন নতুন পানি দিয়ে ধোঁয়া এবং নিংড়ানোর দ্বারা পবিত্র হয়ে যাবে তবে নাপাকি যদি দৃশ্যমান হয় তাহলে মূল নাপাকি দূর না হওয়া পর্যন্ত কাপড় যতবারই ধোয়া হোক না কেন পবিত্র হবে না।
সেজন্য এক্ষেত্রে করণীয় হলো প্রথমে ওয়াশিং মেশিনের বাইরে নাপাকি ধুয়ে দূর করে নিবে অতঃপর উপরে উল্লেখিত পদ্ধতিতে ওয়াশিং মেশিনের ভিতরে তিনবার নতুন নতুন পানি দিয়ে উক্ত নাপাকী ধৌত করবে।
উত্তর প্রদানে-
মুফতি রুহুল আমিন বাবা হুজুর
মুফতি ও সিনিয়র মুহাদ্দিস
জামিউল উলুম মাদরাসা মিরপুর ১৪ ঢাকা
-এটি