আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় জোন ভিত্তিক খাতা দেখার পদ্ধতি স্থগিত করা হয়েছে। মুমতাহিনগণ নিজ নিজ অবস্থানে থেকে খাতা দেখতে পারবেন।
গতকাল বুধবার বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন শুরু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত মাদরাসাসমূহের কর্তৃপক্ষকে জানানাে যাচ্ছে যে, আসন্ন ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন (রেজিস্ট্রেশন) সংক্রান্ত কাগজপত্র বিতরণ শুরু হয়েছে।
প্রত্যেক মাদরাসা নিজ নিজ মারকাযের সাথে যােগাযােগ করে কাগজপত্র সংগ্রহ করুন। নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি জমা দেয়ার সর্বশেষ তারিখ ০৫ রবিউল আউয়াল। বিলম্ব ফি সহ ১৫ রবিউল আউয়াল।
-এটি