মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


৯ ঘণ্টা পর রাজশাহীতে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চারঘাটে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়া কারণে দীর্ঘ  ৯ ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ ছিলো। অবশেষে আবারও চালু হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোর পৌনে ৬টার দিকে লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ হয়। এরপর সকাল ৭টায় বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।

এর আগে সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজশাহী থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি চারঘাটের সরদহ রেলওয়ে স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কেহ আহত হয়নি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

-এসআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ