আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আলিমের পরীক্ষা ৬ নভেম্বর থেকে শুরু। যিা তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।
১২ সেপ্টেম্বর মাদ্রাসা বোর্ডের দাপ্তরিক ওয়েবসাইটে আলিম পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত পরীক্ষার সময়সূচিতে, কোন তারিখে কোন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নিশ্চিত করা হয়েছে।
আলিমের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর থেকে। ব্যবহারিকের পরীক্ষা চলমান থাকবে ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. তারিখ পর্যন্ত।
২০২২ সালের মাদ্রাসা বোর্ড আলিম পরীক্ষার রুটিন
আলিমের প্রতিটি পত্রের তত্ত্বীয় পরীক্ষা দুই ঘণ্টা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় পরীক্ষা শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত চলবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই কেন্দ্রে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।
-এসআর