আব্দুল্লাহ আফফান: হযরত মুহাম্মদ সা. এর কটুক্তি করার মামলায় বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে আইনজীবীর আবেদন বিবেচনা করতে অস্বীকার করেছে ভারতের সুপ্রিম কোর্ট।
এ মামলার শুনানি করেন প্রধান বিচারপতি ইউ. ললিত, বিচারপতি রবিন্দর ভাট এবং বিচারপতি পি.এস. নরসিংহ।
বেঞ্চটি ৩২ ধারার অধীনে গ্রেফতারের আবেদন বিবেচনা করতে অনিচ্ছা প্রকাশ করে। পরে পিটিশনকারীর আইনজীবী একটি বিকল্প আবেদন তুলে ধরেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড মামলায় তাহসিন পুনাওয়ালার রায়ে দেয়া নির্দেশাবলি বাস্তবায়নের জন্য একটি চেষ্টা করা হয়েছিল।
সিজেআই ললিত বলেন, এটা খুবই সাদামাটা ও অহেতুক লাগতে পারে। কিন্তু এর ফলাফল সুদূরপ্রসারী। নির্দেশনা দেওয়ার সময় আদালতকে সতর্ক থাকতে হবে। আমার পরামর্শ হলো— আপনি আবেদন ফিরিয়ে নেন।
সে অনুযায়ী মামলা প্রত্যাহার ও আবেদন খারিজ করা হয়। সূত্র: আওয়াজ দ্যা ভয়েজ।
কেএল/