শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান' বইয়ের মোড়ক উন্মোচন ২৫ নভেম্বর ‘আলেমদের নেতৃত্বেই কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব’ বইমেলায় ‘সঠিক নিয়মে হাতের লেখা প্রশিক্ষণ বাংলা’-এর মোড়ক উম্মোচন সিলেটে জমিয়তে উলামায়ে ইসলামের সমাবেশ শনিবার সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে আলেম রাজনীতিবিদরা খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত: প্রধান উপদেষ্টা লক্ষ্মীপুর মারকাযুন নূরে ১১ মাসে হাফেজ হল ১১ বছরের শিশু আফসার যেসব অভ্যাস নীরবে মস্তিষ্কের ভয়াবহ ক্ষতি করে বৈষম্য ও অন্যায় নির্মূলে খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই: মজলিস আমীর আওয়ামীলীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান খেলাফত মজলিসের

হজরত উসমান বিন মাজউন রা. এর স্ত্রী খাওলা রা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোমান আব্দুল্লাহ

নাম ও বংশ পরিচয়

তাঁর নাম খাওলা। উপনাম: উম্মে শরিক। তিনি বনু সুলাইম গোত্রের অধিবাসী ছিলেন। তিনি রাসুল সা. এর সমর্কে খালা হতেন। তার বংশধারা হলো, খাওলা বিনতে হাকিম বিন উমাইয়াহ বিন হারেসাহ বিন আওকাস বিন মুররা বিন হেলাল বিন ফালেজ বিন জাকওয়ান বিন সা'লাবাহ বিন সুলাইম।

বিয়ে: হজরত উসমান বিন মাজউন রা. এর সাথে তার বিয়ে হয়।

জীবন: ইসলাম গ্রহণের পর তিনি মদিনায় হিজরত করেন। ২য় হিজরিতে বদর যুদ্ধের পর স্বামী উসমান রা. ইন্তেকাল করলে তিনি আর পুনরায় বিয়ে হননি। অধিকাংশ সময় তিনি পেরেশান থাকতেন। সহিহ বুখারিতে বর্ণনা এসেছে যে, তিনি রাসুল সা. এর খেদমতে নিজেকে পেশ করেছিলেন।

হাদিস বর্ণনা: তিনি রাসুল সা. থেকে ১৫ টি হাদিস বর্ণনা করেন।

চরিত্র: উসদুল গাবাহ গ্রন্থে তার ব্যাপারে বলা হয়েছে, "তিনি একজন নেককার স্ত্রী ছিলেন।"

মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে, তিনি দিনভর রোজা রাখতেন আর রাতে ইবাদত করতেন।

প্রথমদিকে তার গহনার প্রতি আগ্রহ ছিলো। একবার রাসুল সা. কে তিনি বলেন, 'যদি তায়েফ বিজয় হয়, তাহলে অমুক নারীর গহনা আমাকে দান করবেন।" তখন রাসুল সা. বলেন, আল্লাহ তায়ালা অনুমতি না দিলে আমি কিভাবে তা দিতে পারি!

সূত্র: ১. উসদুল গাবাহ ২. মুসনাদে আহমদ ৩. আল ইসাবাহ

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ