শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


মধ্যবিত্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইল তকি শাহ।।

পেটে আছে ক্ষিধে তবু হাত পেতে চায় না,
লজ্জাতে কারো কাছে ধরে নাকো বায়না।
যা-ই পায় তা-ই খায় সহে যায় মুখ বুজে,
মোটা চাল আর ডালে যায় ওরা সুখ খুঁজে।

যুগে যুগে যত আসে মহামারি-দুর্যোগ,
পিঠে বাঁধে চট ওরা পোহাতেই দুর্ভোগ।
ধনী গিলে নিজ ধন,গরিবেরা দান-ত্রাণ,
ওরা থাকে মশগুল বাঁচাতেই সম্মান।

শত ঝড়-ঝাপটায় হাসি-খুশী চিত্ত,
তবু দেখি লড়ে ওরা—মধ্যমবিত্ত।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ