মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নৈরাশ্যবাদ ইসলাম সমর্থন করে না!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফারহান ইসলাম

আমাদের সমাজের মানুষের জীবনে হতাশা, নিরাশা বাসা বেঁধেছে। নিউজ ফিড তাকালেই দেখা যায়। প্রতিনিয়ত সুইসাইড সহ অনেক ঘৃণিত কাজ করতেও দ্বিধাবোধ করছেন না.ধৈর্য্য হারা হয়ে, উক্ত বিষয়টি বিষয়টি অত্যন্ত দুঃখ ও পরিতাপের। মুমিন পূর্ন ভরসা রাখবে আল্লাহর উপর।

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ অর্থঃ- বল, হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুরা যুমার-৫৩

যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য( বিপদ থেকে) বাহির হওয়ার পথ করে দেবেন।এবং তাকে এমন জায়গা থেকে রিযিক দেবেন যা সে ধারণা ও করেনি।আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট।(আল -কুরআন)

আসলে হতাশ আর নিরাশাবাদীদের চোখে ভাল কিছুই চোখে পড়ে না। ধবধবে সাদা,সুন্দর,উজ্জ্বল বিরাট দেয়াল ওদের চোখে পড়বে না। সাদা দেয়ালের কোন কোণায় লেগে থাকা ছোট্ট কালো দাগে ওদের চোখে আটকে যাবে। সবকিছুর মধ্যে তারা দোষ খুঁজে ফিরবে। এটি নিরাশ ও হতাশ ব্যক্তিদের স্বভাব।

ওদের অফুরন্ত সময়। ওরা বিরোধিতার জন্য বিরোধিতা করবে। বিরোধিতাকে স্বভাব ও অভ্যাসে পরিণত করবে। ওদের অবস্থা এমন ‘ক’ যদি ‘দিন-কে দিন’ বলে ওরা বলবে তা কি করে হয় এখনতো মধ্যরাত। ওরা ছিদ্রান্বেষণ করতে থাকবে। কোন একটা কথার মধ্য থেকে ছোট্ট একটা অংশ নিয়ে আকাশ ভাঙ্গা মিথ্যার সংমিশ্রণে ফেসবুকে ঝড় তুলবে। স্বভাব অনুযায়ী নিন্দা করবে, নোংরামি করবে,গীবতের তুফান তুলবে আর ঘৃণা ছড়াবে। মিথ্যাও ওদের মিথ্যা শুনে লজ্জিত হয়। কিন্তু ওদের লজ্জা শরম নেই। ওরা একটা মিথ্যা শতবার বলে তা সত্য প্রমাণে আপ্রাণ চেষ্টা করে।

হতাশা আর নিরাশার বেড়াজাল থেকে মুক্ত হোন। স্বপ্ন দেখুন। সে স্বপ্ন পূরণে জেগে উঠুন। আপনার স্বপ্ন পূরণে আপনাকে জাগতেই হবে। আপনার স্বপ্ন অন্য কেউ পূরণ করে দিবে এমন স্বপ্ন দেখবেন না।

লেখক: ফাযিল-জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা-সিলেট

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ