আওয়ার ইসলাম ডেস্ক: সরকার জ্বালানী তেলের দাম লিটারপ্রতি অস্বাভাবিকভাবে ৪৪ টাকার মত বাড়ানোর ২৪ দিন পর গতকাল ৫ টাকা করে কমিয়েছে। লোক দেখানো দাম না কমিয়ে জ্বালানী তেলের দাম অন্তত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।
আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত ৫ আগস্ট হঠাৎ করে জ্বালানী তেলের দাম ৫০ শতাংশের মত বাড়ানোর ফলে পরিবহন ভাড়া সহ জীবন ধারণের সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত পরিবারে যেখানে নাভিশ্বাস উঠেছে সেখানে নিন্মবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠির এখন বেঁচে থাকা বড় দায়।
বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম যখন অনেক কম ছিল তখনও সরকার বেশি দরে বিক্রয় করে প্রায় ৪৪ হাজার কোটি টাকা লাভ করেছে। এখন সে লভ্যাংশ থেকে ভর্তুকি দিয়ে জ্বালানী তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। মাত্র ৫ টাকা কমিয়ে লোক দেখানো মূল্য হ্রাস করে জনগণের সাথে তামাশা করা হচ্ছে। আমরা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জ্বালানী তেলের দাম কমিয়ে অন্তত পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।জ্বালানী তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি।
-এটি