আমজাদ হোসেন।।
গাঁয়ের হাটে বিকেল হতেই
বড্ড বেশি ভীড়।
ছোট্ট বাবুই চলছে একা,
খুঁজতে হবে নীড়।
হঠাৎ দেখে বিশাল একটা
শতবর্ষী গাছ,
তার গোড়াতে লাজুক কিশোর
উনুনে দেয় আঁচ।
খড়কুটোতে বোঝাই তাহার
উনুনের বাঁ পাশ,
তাই দেখিয়াই ছোট্ট বাবুই
পেলো নতুন আশ।
ক-খানা খড় পেলাম যদি
নয়তো ভীষণ মন্দ,
তাই ভাবিয়া বাবুই সাহেব
কন্ঠে জুড়ায় ছন্দ।
ভীড় দেখিয়া লাজুক কিশোর
ব্যস্ত ভাঁজা নিয়ে
এমন সময় সুযোগ বুঝে
বাবুই যায় এগিয়ে।
পাশ ফিরিতেই পাখি দেখে
কিশোর আঁটে ফন্দি,
ধরতে পারলে পুষবো তারে
খাঁচায় করে বন্দী।
এই ভাবিয়াই সযতনে
করলো খালি ঝুড়ি,
পাখি পেলে বেজায় খুশি
হবে তাহার বুড়ি।
নিশানা ধরে ঝুড়ি খানা
যে-ই না দিলো ছুঁড়ে
বিপদ বুঝে ছোট্ট বাবুই
অমনি গেলো উড়ে।
-এএ