মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা আরশাদ মাদানীর সুস্থতায় মাদরাসাসমূহে খতমে শেফা পাঠের আহ্বান মাওলানা আরশাদ রাহমানীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি ‘আমিরুল হিন্দ’ আল্লামা সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় দেশের সব মাদরাসায় খতমে শেফা পাঠ করার আহ্বান জানান বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও খানকাহে ইমদাদিয়া আশরাফিয়া আবরারিয়া জানেশীন আল্লামা আরশাদ রাহমানী।

আজ বুধবার আল্লামা আরশাদ রাহমানীকে স্থানীয় সময় বেলা ১১টার দিকে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

হযরতের রোগমুক্তির জন্য দেশের মাদরাসায় ছাত্র শিক্ষকদের কাছে খাস আমল, তেলাওয়াত ও দোয়ার ইহতেমাম করার আহবান জানান তিনি।

উল্লেখ্য ২০২০ সালে দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন ও ২০২১ সালে তিনি পঞ্চম ‘আমিরুল হিন্দ’ নির্বাচিত হন।
আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ সাইয়্যেদ হুসাইন আহমদ মাদানীর ছেলে ও মাওলানা সায়্যিদ মাহমুদ মাদানীর চাচা। বর্তমানে তাকে ভারতের অন্যতম প্রভাবশালী আলেম হিসেবে বিবেচনা করা হয়। বাংলাদেশে তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ