আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে আমরা সকলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে থাকি। তবে অনেকের বিভিন্ন কারণে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করতে হয়। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোর মাঝে জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট কীভাবে ডিঅ্যাকটিভ করবেন তাই নিয়ে আলোচনা করা হবে।
তাহলে চলুন জেনে নিই অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার কৌশল:
১। ব্রাউজারে টুইটার ওপেন করুন। পরে আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন।
২। হোমপেজে যান, স্ক্রিনের নীচে বামদিকে অবস্থিত তিন-বিন্দুযুক্ত ‘মোর’ বোতামে ক্লিক করুন।
৩। এরপর 'Settings and privacy' অপশনটি বেছে নিন।
৪। 'Your account' এ ক্লিক করুন।
৫। পেজের একেবারে নীচ পর্যন্ত স্ক্রোল করুন এবং ‘Deactivate your account’ অপশন বেছে নিন।
৬। এরপর 'Deactivate'-এ ক্লিক করে আপনার অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন নিশ্চিত করতে হবে।
৭। এরপর টুইটার আরও একবার Deactivation নিশ্চিত করতে বলবে যার পরে অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হবে।
টুইটার অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করার উপায়:
১। টুইটার অ্যাপ্লিকেশনটি খুলুন এবং নিশ্চিত করুন যে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করেছেন।
২। তারপরে আপনার প্রোফাইলে আলতো চাপুন এবং 'Settings and privacy' বেছে নিন।
৩। 'অ্যাকাউন্ট' এ ক্লিক করুন।
৪। 'Dectivate your account' নির্বাচন করুন।
৫। Confirm করুন।
উল্লেখ, এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার টুইটার অ্যাকাউন্ট স্থায়ী ভাবে মুছে ফেলা হবে না। অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ করার ৩০ দিনের মধ্যে যদি ব্যবহারকারী আবারও তা অ্যাক্টিভেট করেন তবে তার অনুমতি দেবে টুইটার। তবে ৩০ দিনের মধ্যে একবারও অ্যাকাউন্ট চালু না হলে তা স্থায়ী ভাবে মুছে দেবেন কর্তৃপক্ষ।
-এসআর