শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬


শিয়া ইসনা আশারিয়ার বিষয়ে দারুল উলুম দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সম্প্রতি বাংলাদেশের কয়েকটি প্রসিদ্ধ কওমি মাদরাসায় শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়ের কয়েকজন স্কলার পরিদর্শন করেছেন। তাদের এই সফরকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক ও নিন্দার ঝড় উঠেছে।

শিয়া ইসনা আশারিয়া সম্প্রদায়ের আকিদা-বিশ্বাস কি? এবং তাদের সম্পর্কে দারুল উলুম দেওবন্দের ফতোয়া কি? সবার অবগতির জন্য নিম্নে দারুল উলুম দেওবন্দের দুটি ফতোয়া পেশ করছি

প্রশ্ন:(প্রশ্ন নং-৩০৮৩১) শিয়া ইসনা আশারিয়া কি মুসলমান?

উত্তর:শিয়া ইসনা আশারিয়ার সম্প্রদায়ের কিতাবের মধ্যে যে ভ্রান্ত ও বাতিল আকিদা-বিশ্বাস রয়েছে।এই কারণে তারা( শিয়া ইসনা আশারিয়া) ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে। জবাব নং-৩০৮৩১।

প্রশ্ন:(প্রশ্ন নং -৩০৭০)শিয়া কেন কাফের?

উত্তর: ১.তারা কোরআন পাকের বিকৃতি হয়েছে বলে বিশ্বাস রাখে। ২. তারা আম্মাজান আয়েশা রাদি.কে ব্যভিচারী বলে।
৩. তারা জিবরাঈল আ.কে খেয়ানতকারী ও ধোকাবাজ বলে।কারণ আল্লাহ পাক ওহি হজরত আলি রা. বা ইমামে গায়েবের নিকট পাঠিয়ে ছিলেন। কিন্তু তিনি (জিবরাঈল) হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে যান।

৪.তারা হজরত আলি রা.কে আল্লাহ মনে করে। ৫.তারা হজরত আবু বকর সিদ্দিক রা.সহ সকল সাহাবিকে (চার-পাঁচজন ছাড়া) কাফের ও মুরতাদ বলে।

৬.তারা তাদের ১২ ইমামকে নবী মনে করে।এই ইমামদের প্রতি তাদের আকিদা বিশ্বাস হচ্ছে, তারা আল্লাহর পক্ষ থেকে নতুন শরিয়ত ও নতুন কিতাব (ঐশি গ্রন্থ) পেয়েছে। তারা যে কোন জিনিসকে হালাল করতে পারেন এবং যেকোনো জিনিসকে হারাম ঘোষণা দিতে পারেন।
তাদের (শিয়াদের) এইসব আকিদা বিশ্বাস, তাদের কিতাবেই আছে।যা সরাসরি কুফুরি ও কোর‌আন বিরোধী। এই জন্য‌ শিয়া ইসনা আশারিয়া কাফের।

জবাব নং-৩০৭০।
অনুবাদ ও গ্রন্থনায়
মুফতি ইমরানুল বারী সিরাজী
খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা
প্রধান মুফতি ও মুহতামিম, মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী মাদরাসা ঢাকা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ