আওয়ার ইসলাম ডেস্ক:দাখিল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীদের টিসির অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। সোমবার (২২ আগস্ট) থেকে আবেদন শুরু হয়েছে।
আগামী বছরের অর্থাৎ ২০২৩ সালের আলিম পরীক্ষার্থীদের এবং ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীরা আজ থেকে টিসির আবেদন করতে পারবে বলে জানিয়েছে মাদরাসা শিক্ষা বোর্ড।
সব মাদরাসা প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাদরাসা শিক্ষা বোর্ড। মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে টিসির আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। এজন্য একটি নির্দেশিকাও প্রকাশ করেছে বোর্ড।
বিজ্ঞপ্তিতে বোর্ড বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষের (পরীক্ষার্থী-২০২৩) আলিম শ্রেণিতে ও ২০২২-২৩ শিক্ষাবর্ষে (পরীক্ষার্থী-২০২৪) দাখিল নবম শ্রেণিতে রেজিস্ট্রেশসকৃত নিয়মিত শিক্ষার্থী ২২ আগস্ট থেকে অনলাইনে ই-টিসির আবেদন করতে পারবেন। সেবা প্রত্যাশীদের কোনো ম্যানুয়াল আবেদন বোর্ডে সরাসরি গ্রহণ করা হবে না। তাই নির্ধারিত নিয়মে ২২ আগস্ট থেকে অনলাইনে ইটিসির আবেদন ও ফি জমা দিতে সেবা প্রত্যাশীদের বলেছে মাদরাসা শিক্ষা বোর্ড।
-এসআর