আবদুল্লাহ তামিম ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার ঐতিহ্যবাহী দীনি বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ এক ভাই প্রশ্ন করেছেন শিয়ারা কি মুসলিম?
দারুল উলুম দেওবন্দ থেকে দেয়া উত্তরটির অনুবাদ নিন্মে দেয়া হলো।
বিসমিল্লাহহির-রহমাননির রহীম!
(ফতওয়া: 108/L=108/L) পৃথিবীর নানা প্রান্তে শিয়ারা ছড়িয়ে ছিটিয়ে আছে। সব শিয়া কাফের নয়। শুধুমাত্র সে শিয়ারাই কাফির যারা নিম্নোক্ত আকিদায় বা কথায় বিশ্বাস করে।
হজরত জিব্রাইল আ. ভুলবশত হযরত আলী রা. এর পরিবর্তে নবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ওহি নিয়ে আসেন।
যারা বিশ্বাস করে যে হজরত আলী রা. এমন একজন স্রষ্টা ছিলেন। আর তারা হজরত আয়েশা রা. কে ব্যভিচারের জন্য দায়ী করেন। যারা পবিত্র কুরআনে ভুল-ভ্রান্তি আছে এটা বিশ্বাস করেন। যারা হজরত আবু বকর সিদ্দিক রা. এর সাহচর্য (সুহবত) অস্বীকার করেন। (ফতাওয়া শামী, ৪/১৩৫)
কিন্তু যে শিয়ারা শুধু বিশ্বাস করে যে হযরত আলী অন্যান্য সাহাবীদের চেয়ে উত্তম (আফজাল) ছিলেন। অন্য শিয়াদের মত উপরের বিষয়গুলোতে বিশ্বাস না থাকলে তারা কাফির বলে গণ্য হবে না।
وبھذا ظھر أن الرافضي إن کان ممن یعتقد الألوھیۃ في علي أو أن جبریل غلط في الوحي أو کان ینکر صحبۃ الصدیق أو یقذف السیدۃ الصدیقۃ فھو کافر لمخالفتہ القواطع المعلومۃ من الدین بالضرورۃ (الشامي 4:135)
আল্লাহ (সুবহানা ওয়া তা'আলা) ভালো জানেন
দারুল ইফতা,
দারুল উলূম দেওবন্দ, ভারত
-এটি