আওয়ার ইসলাম ডেস্ক: আমরা সব সময় ফোন সাথে নিয়ে চলাফেরা করি। বাইরে গেলে পকেটে কিংবা ব্যাগে রাখছেন। আবার ঘরে বা অফিসে যেখানে সেখানে ফোন রেখে দেয়। নিয়মিত ব্যবহারের ফলে ফোনের স্পিকারে ধুলাবালি জমতে শুরু করে। ফোন ওয়াটার প্রুফ না হওয়ার কারণে নিয়মিত পরিষ্কার করা হয় না। আবার সার্ভিসিং সেন্টারে নেওয়াও সময়সাপেক্ষ। যার ফলে ময়লা জমে স্পিকার কার্জক্ষমতা হারাতে থাকে। তবে খুব সহজ কিছু উপায়ে আপনি বাড়িতেই ফোনের চার্জিং পোর্ট ও স্পিকার পরিষ্কার করে নিতে পারেন।
চলুন জেনে নেওয়া যাক সহজ কিছু উপায়:
স্টিকি টেপ: স্টিকি টেপ যে কোনো জায়গা থেকে ধুলা ময়লা টেনে বের করারতে দারুণ কাজ করে। ফোনের স্পিকার গ্রিলের ভেতরে স্টিকি টেক চেপে ময়লা খুব সহজে বের করে আনতে পারবেন।
কটন বাডস: কটন বাডস ব্যবহার করে ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করতে পারবেন। প্রয়োজনে কটন বাডসটি রাবিং অ্যালকোহলে ভিজিয়ে নিতে পারেন। পরিষ্কার করার সঙ্গে সঙ্গে স্পিকার গ্রিল শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তবে ফোনের ভেতরে রাবিং অ্যালকোহল প্রবেশ না করে।
টুথব্রাশ: পুরোনো টুথব্রাশ ব্যবহার করেও ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা সম্ভব।
কমপ্রেসড এয়ার: ক্যামেরা অথবা লেন্স পরিষ্কার করার এয়ার ব্লোয়ার ঘরে থাকলে তা ব্যবহার করেও ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করা যাবে। স্পিকারের সামনে জোরে বাতাস দিলে ময়লা বেরিয়ে আসবে।
ক্লিনিং স্পঞ্জ: প্রফেশনলানরা ফোনের স্পিকার গ্রিল পরিষ্কার করার জন্য ক্লিনিং স্পঞ্জ ব্যবহার করতে পারেন।
-এসআর