শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কুরআন-সুন্নাহর আইন ছাড়া দেশে শান্তি আসবে না : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, সতর্ক থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা ‘কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেয়ার ইচ্ছা জামায়াতের নেই’ শরীরে রক্ত বাড়াতে যেভাবে পালং শাক খাবেন ‘প্রকৃতপক্ষে ভুল হলে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ’ সিইসিসহ নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা শপথ নেবেন রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন মুন্সিগঞ্জের নিরব ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু বাজারে এলো ইনফিনিক্সের সবচেয়ে স্লিম স্মার্টফোন

খালি মাথায় নামাজ আদায় প্রসঙ্গে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: টুপি। ইসলামের শেয়ার। মুসলমানের পরিচয়। টুপি পড়তে পারেন যে কেউ। তবে টুপি পড়ে নামাজ আদায় সবাই করেন না। কেউ হয়তো ইচ্ছে করেই টুপি ছাড়া নামাজ আদায় করেন।  আবার কেউ আছে ব্যস্ততার কারণে অথবা অন্য যে কোনো অসুবিধার ফলে টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করে থাকেন। প্রশ্ন হলো, টুপি ছাড়া খালি মাথায় নামাজ আদায় করা কেমন?

সম্প্রতি জনৈক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এমনিই জনগুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘আমাদের এলাকার অধিকাংশ মানুষ আজকাল অধিকাংশ মসজিদে খালি মাথায় নামাজ পড়ে। আগে শুধু গাইরে মুকাল্লিদদেরই খালি মাথায় নামাজ আদায় করতে দেখা যেত। কিন্তু এখন আহলে সুন্নাত ওয়াল জামায়াত বা হানাফি অনুসারী কিছু লোকও খালি মাথায় (টুপি ছাড়া) নামাজ পড়ছেন। কিছু লোকতো এটাকে অভ্যাসে পরিণত করে নিয়েছেন। সবসময় ও সব নামাজ খালি মাথায়ই পড়ে। যদিও তারা বাড়ি থেকেই আসুক না কেনো? প্রশ্ন হলো, খালি মাথায় নামাজ পড়া কেমন? খালি মাথায় নামাজ পড়ার অভ্যাস বানানোটা কেমন?’

জবাবে দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে বলা হয়, ‘নামাজ তো টুপি ছাড়াই আদায় হয়ে যায়। কিন্তু অলসতার বশবর্তী হয়ে এমনটা করা মাকরূহ ও শরীয়ত পরিপন্থী। আর এটাকে অভ্যাসে পরিণত করা আরও জঘন্য।’

দেওবন্দ থেকে আরও বলা হয়, টুপি ও পাগড়ী সুন্নাত পোশাকের অংশ। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের আমলের মাঝে টুপি ও পাগড়ী উভয়টিই প্রমাণিত রয়েছে। তাই মুসলমানদের উচিত নামাজের পাশাপাশি স্বাভাবিক পরিস্থিতিতেও সুন্নত পোশাকের যত্ন নেওয়া।’

দলীল: আদ দুররুল মুখতার মাআ রদ্দুল মুহতার, খণ্ড-২, পৃষ্ঠা-৪০৬, মাকতাবায়ে জাকারিয়া, দেওবন্দ। ফতোয়া উসমানী (৪/৩৪২, করাচি)

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ