মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন বলেছেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রভাব সব ক্ষেত্রে পড়েছে। নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র ও শিক্ষা উপকরণের দাম আকাশচুম্বী।

মানুষের স্বাভাবিক জীবন যাপন পরিচালনা কঠিন থেকে কঠিন হয়ে পড়েছে। মানুষ মহাচিন্তায় আছে কিভাবে তার আগামী দিনের সময়গুলো অতিবাহিত হবে। জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করুন।

জিনিসপত্রের দাম কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন। মানুষকে বাঁচতে দিন। মানুষের দূর্বিষহ জীবন যাপন অবস্থায় সরকারের অনেক মন্ত্রীরা বেফাঁস কথা বলে মানুষের দুর্দশা নিয়ে তামাশা করছে। এ ধরণের কোনো লোক দেশের গুরুত্বপূর্ণ পদে থাকা উচিৎ নয়।

তিনি সংগঠনের কারাবন্দি মহাসচিব মাওলানা মামুনুল হকসহ অনেক ইসলামী নেতৃবৃন্দ ও আলেম উলামাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি গতকাল রাতে পুরানা পল্টনস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগরীর নির্বাহী পরিষদের বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান্ আলী, মুফতি শরাফত হোসাইন, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আবুল হাসানাত জালালী, নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমীন খান, মাওলানা হাসান জুনাঈদ, মাওলানা জয়নুল আবেদীন, মুফতি হাবীবুর রহমান, মাওলানা আবুল কাসেম, মাওলানা আতিক উল্লাহ, মাওলানা আনোয়ার হোসাইন রাজী, মাওলানা এহসানুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুদর রহীম সাঈদ প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ