মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী গওহরডাঙ্গা মাদরাসার ৮৯তম মাহফিল শুরু আগামীকাল

তাফসীরে উসমানীর প্রকাশনা উপলক্ষে জামিয়া রাহমানিয়া আজিজিয়ায় আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পূর্ণাঙ্গ ‘তাফসীরে উসমানী’র প্রকাশনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মিলনায়তনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সময়ের খ্যাতিমান বিজ্ঞ আলেম, লেখক ও প্রকাশকবৃন্দ।

আজ বুধবার জামিয়া রাহমানিয়া আজিজিয়ার মুহতামিম ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাফসীরে উসমানী গ্রন্থের সম্পাদক শাইখুল হাদীস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম, মসজিদে আকবর কমপ্লেক্সের মুহতামিম মুফতি দিলাওয়ার হোসাইন, জামিয়া শারইয়্যাহ মালিবাগের মুহাদ্দিস মাওলানা আহমদ মাইমুন, জামিয়া রাহমানিয়া আজিজিয়ার প্রধান মুফতি ও প্রখ্যাত লেখক মুফতি হিফজুর রহমান। জামিয়া রাহমানিয়া আজিজিয়ার শিক্ষাসচিব মুফতি আশরাফুজ্জামান।

অনুষ্ঠানে গ্রন্থের অনুবাদক অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন আহমদ এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা মাহফুজুল হক।
আরও বক্তব্য রাখেন থানভী লাইব্রেরীর সত্ত্বাধিকারী মাওলানা এনামুল হক, মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আযহারী, দৈনিক দেশ রূপান্তরের সহসম্পাদক মুফতি এনায়েতুল্লাহ, আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব, মিডিয়া ব্যক্তিত্ব গাজী সানাউল্লাহ রাহমানী, দৈনিক নয়া শতাব্দির সহসম্পাদক আলী হাসান তৈয়ব, দৈনিক সময়ের আলোর সহসম্পাদক আমিন ইকবাল, লেখক শামসুল আরেফিন শক্তি, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মুফতি সাঈদ আহমদ।

আরও উপস্থিত ছিলেন, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মুহাদ্দিস, মাওলানা মুহিব্বুর রহমান, মাকতাবাতুল ইসলামের স্বত্বাধিকারী মাওলানা তকি হাসান, জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মুদাররিস মাওলানা শিব্বির আহমদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ