আওয়ার ইসলাম ডেস্ক: দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে। যার ফলে অতিষ্ঠ সাধারণ মানুষের জীবন। তবে শুধু মানুষই না প্রচণ্ড গরমে ইলেকট্রনিক্স ডিভাইসেও নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইস নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত ঠিক থাকে। তবে এরচেয়ে বেশি হলে সমস্যা দেখা দেয়। কয়েকটি সাধারণ নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
জেনে নিন গরমে স্মার্টফোন ঠান্ডা রাখার উপায়:
সরাসরি সূর্যালোকে ফোন রাখবেন না: সরাসরি সূর্যালোকে ফোন রেখে দিলে ফোন অতিরিক্ত গরম হতে শুরু করে। ফোন নির্দিষ্ট তাপমাত্রা পর্যন্ত সঠিকভাবে কাজ করে। তাপমাত্রা বেশি হলে ফোনের প্রসেসিং ইউনিটের সমস্যা তৈরি হয়। ফোন হ্যাং হয় এবং সঠিকভাবে কাজ করতে পারে না।
ব্রাইটনেস কমিয়ে রাখা: ফোনের ব্রাইটনেস যত বেশি রাখবেন ফোন তত বেশি গরম হতে পারে। তাই ব্রাইটনেস কমিয়ে রাখুন। এতে ফোনের তাপমাত্রা থাকবে একদম সঠিক।
ফোন কভার খুলে রাখা: ফোনের কভার থাকলে ফোন বেশি গরম হয়। কভারের কারণে ফোনের গরম হাওয়া বের হতে সমস্যা হবে। যার ফলে ফোন হ্যাং হওয়ার সম্ভাবনা থাকবে। তবে ফোনের কভার না থাকলে গরম হওয়ার সম্ভাবনা তুলনামূলক অনেক কম।
অব্যবহৃত অ্যাপ বন্ধ রাখা: অনেক অ্যাপ ব্যবহার না করা হলেও সেগুলো ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। সেই অ্যাপগুলো ফোনের প্রসেসিং ইউনিটের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে ফোন গরম হয়।
ফোনের ফ্লাইট মোড ব্যবহার: প্রতিটি ফোনে ফ্লাইট মোড রয়েছে। দীর্ঘক্ষণ ব্যবহারের পর ফোন গরম হলে এয়ারোপ্লেন মোড চালু করুন। এতে ফোনের যাবতীয় প্রসেস বন্ধ হয়ে যায় এবং সঠিকভাবে কাজ করতে পারে।
-এসআর